দুদকের মামলায় দুজনের ৫ বছর কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রংপুরের শঠিবাড়ি সরকারি মাছের পোনা উৎপাদন খামারের ব্যবস্থাপক ও অফিস সহকারীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রংপুর দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক আহসান তারেক বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

আসামিরা হলেন সাবেক খামার ব্যবস্থাপক রেজাউল বারী ও অফিস সহকারী শফিকুল ইসলাম। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

দুদকের আইনজীবী হারুনর রশীদ বলেন, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের এই সাজা দিয়েছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি সরকারি খামারে মাছের পোনা বিক্রির নামে আসামিরা পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে দুদক তাঁদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা করে। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।