'বঙ্গবন্ধু নথি পড়ে প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন না'

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। জহির রায়হান মিলনায়তন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩১ আগস্ট। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। জহির রায়হান মিলনায়তন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩১ আগস্ট। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নথি পড়ে প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন না। তিনি পুরো বাংলাদেশকে জানতেন। সব বিষয়ে অবগত ছিলেন।’ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নথি পড়ে প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন না। তিনি পুরো বাংলাদেশকে জানতেন। সব বিষয়ে অবগত ছিলেন। তিনি দর্শনার্থীদের সঙ্গে সহজ-সরল ব্যবহার করতেন এবং তাদের বাড়ির পরিবেশ পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিতেন।’

বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব মসিউর রহমান আরও বলেন, ‘সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের রাজনীতিবিদের সঙ্গে বঙ্গবন্ধু সুসম্পর্ক বজায় রাখতেন। বঙ্গবন্ধু মনে করতেন, আলোর পথের রাজনীতি জনমানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে। তিনি মওলানা ভাসানীকে অনেক শ্রদ্ধা ও সম্মান করতেন। তিনি মানুষের চরিত্র সহজেই বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী চাওয়া-পাওয়া পূরণ করতেন।’

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু যাদের পদোন্নতি দিয়েছিলেন, তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায়।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহউপাচার্য (শিক্ষা) নূরুল আলম, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি আবদুল মান্নান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সম্পাদক বশির আহমেদ।