হাসপাতাল চত্বরে গ্রেপ্তার ১৪ দালাল

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে ১৪ জন দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ ফরিদপুরের একটি দল। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে র‌্যাব আজ রোববার দুপুরে এ অভিযান চালায়। এ সময় দালালির অভিযোগে শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তানিয়া বেগম (৪০), হারুকান্দি এলাকার সম্পা বেগম (৩০), রোকেয়া খানম (৩৫), জোহরা বেগম (৫০), হেলেনা খানম (৩০), আলীপুর মহল্লার হালিমা বেগম (৪৫), সদরের চরনিধরদির সুফিয়া বেগম (৪৫), কাসেম মাতুব্বর ডাঙ্গী গ্রামের মো. জাহিদ (৩৫), ভাসানচর এলাকার মো. ইমাম শেখ (২২), মঙ্গল কোর্ট এলাকার মো. জামান প্রামাণিক (৪৮), কাইম উদ্দিন মাতুব্বর ডাঙ্গী কামরুল ইসলাম (১৯), নগরকান্দার মানিক নগর কালিখোলা বাজার এলাকার সিদ্দিক শেখ (২৩), জবেদা বেগম (৪০) ও গোপালগঞ্জের মুকসুদপুরের বাসুদেবপুর গ্রামের পপি বোস (২০)।

র‌্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন বলেন, র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি দালাল চক্র চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের কাছে থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. বায়েজিদুর রহমান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে আদালত বসিয়ে আটক লোকজনকে সাজা দেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে।