ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করায় তিনজনের দণ্ড

ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়। কিশোরগঞ্জ রেলওয়ে থানা, কিশোরগঞ্জ, ০১ সেপ্টেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়। কিশোরগঞ্জ রেলওয়ে থানা, কিশোরগঞ্জ, ০১ সেপ্টেম্বর। ছবি: তাফসিলুল আজিজ

ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করায় কিশোরগঞ্জে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে রেলওয়ে থানা-পুলিশ। ওই তিনজনকে জরিমানাও করা হয়েছে। 

তিন ব্যক্তি হলেন—কিশোরগঞ্জ সদরের যশোদল এলাকার বাবন চন্দ্র সরকার (৪০), একই এলাকার জাহাঙ্গীর আলম (২২) ও শহরতলীর বগাদিয়া এলাকার রাকিবুল হাসান (২০)।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বিশ্বাস প্রথম আলোকে বলেন, ওই তিনজন ঢাকা থেকে ঝুঁকি নিয়ে ছাদে চড়ে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেসে কিশোরগঞ্জে আসেন। পরে রেলওয়ে থানা- পুলিশ তাঁদের আটক করে জরিমানা করার পাশাপাশি আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

কিশোরগঞ্জ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম প্রথম আলোকে বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং দণ্ডনীয় অপরাধ। এভাবে ছাদে ভ্রমণের কারণে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আজ থেকে স্টেশনে মাইকিংসহ যাত্রীদের বিভিন্নভাবে ট্রেনের ছাদে না চড়ার জন্য সতর্ক করে অনুরোধ করা হচ্ছে।

এর আগে গত শুক্রবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ১ সেপ্টেম্বর থেকে ঝুঁকি নিয়ে কোনো ব্যক্তি ট্রেনে ভ্রমণ করলে তাঁর এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। সাজা সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নম্বর ধারা অনুযায়ী ‘যদি কোনো ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কার্যের দ্বারা অথবা অবহেলা করে কোনো যাত্রীর জীবন বিপন্ন করেন, তবে তাঁর এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারেন।’