নদীতে মাছ ধরে জীবন চলে তাঁদের

>বগুড়ার ইছামতী নদীতে বড়শি দিয়ে মাছ ধরে জীবিকা চালায় ৪০ জেলে পরিবার। সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ ধরেন তাঁরা। এরপর এগুলো বিক্রি করেন স্থানীয় মাছ বাজারে। বাহাদুরপুর, খিরাপাড়া, আকন্দপাড়া ও নাড়ুয়ামালা গ্রামে এই বাসিন্দাদের বাস।
ইছামতী নদীতে বড়শি দিয়ে মাছ ধরছেন জেলেরা।
ইছামতী নদীতে বড়শি দিয়ে মাছ ধরছেন জেলেরা।
জেলেদের পাশাপাশি মাছ ধরছেন গ্রামীণ শিশু- কিশোরেরা।
জেলেদের পাশাপাশি মাছ ধরছেন গ্রামীণ শিশু- কিশোরেরা।
বড়শি দিয়ে ধরা মাছ দেখাচ্ছে এক কিশোর।
বড়শি দিয়ে ধরা মাছ দেখাচ্ছে এক কিশোর।
বড়শি দিয়ে মাছ ধরতে ধরতে দুপুর হয়ে গেছে। শ্বশুরের জন্য দুপুরের খাবার নিয়ে এসেছেন জ্যোৎস্না বেগম।
বড়শি দিয়ে মাছ ধরতে ধরতে দুপুর হয়ে গেছে। শ্বশুরের জন্য দুপুরের খাবার নিয়ে এসেছেন জ্যোৎস্না বেগম।
নদীতীরে বসেই দুপুরের খাবার সেরে নিচ্ছেন জনাব আলী।
নদীতীরে বসেই দুপুরের খাবার সেরে নিচ্ছেন জনাব আলী।
বড়শি দিয়ে ধরা মাছ নৌকায় রেখেছেন জেলেরা।
বড়শি দিয়ে ধরা মাছ নৌকায় রেখেছেন জেলেরা।
বড়শি দিয়ে ধরা কাঁকড়া।
বড়শি দিয়ে ধরা কাঁকড়া।