রামুতে দোকানে আগুন, দুজনের মৃত্যু

আগুন। প্রতীকী ছবি
আগুন। প্রতীকী ছবি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে দোকানে আগুন লেগে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বাজারের মুদি দোকানদার ফিরোজ আহমদ (৫৫) ও তাঁর দোকানের কর্মচারী আনোয়ার হোসেন (১৫)।

ফিরোজের বাড়ি উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি গ্রামে। বাবার নাম লাল মোহাম্মদ। আনোয়ারের বাড়ি একই ইউনিয়নের শুকমনিয়া গ্রামে। বাবার নাম নূর কাদের।

অগ্নিকাণ্ডে গর্জনিয়া বাজারের পাঁচটি দোকান পুড়ে যায়।

স্থানীয় বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, রাত দুইটার দিকে ফিরোজের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু ও কক্সবাজারের দমকল বাহিনীর কর্মীরা রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান বলেন, অগ্নিকাণ্ডের সময় ফিরোজ ও আনোয়ার দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। দমকল বাহিনীর কর্মীরা পুড়ে যাওয়া দোকানের ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেন।

আজ মঙ্গলবার সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত দুজনের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেন ইউএনও।