রংপুর-৩-এর উপনির্বাচনে বিএনপির ফরম বিতরণ বৃহস্পতিবার

বিএনপি
বিএনপি

বিএনপি আগেই জানিয়েছিল, এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে তারা অংশ নেবে। আজ মঙ্গলবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের দলীয় ফরম বিতরণ, জমা দেওয়া ও মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময়সূচি জানিয়েছেন। আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ মারা যান। তিনি রংপুর-৩ আসনের সাংসদ ছিলেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এ আসনে আগামী ৫ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। পুরো নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

রংপুর-৩ আসনে নির্বাচনের অংশ নেওয়ার বিষয়ে ৩০ জুলাই দলীয় সিদ্ধান্ত জানায় বিএনপি। ওই দিন দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান।

আজ সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়নপ্রার্থীদের জ্ঞাতার্থে রিজভী জানান, রংপুর-৩ আসনের উপনির্বাচনে ফরম বিতরণ হবে আগামী বৃহস্পতিবার। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকেই দলীয় মনোনয়ন আবেদন ফরম বিতরণ হবে। পরদিন শুক্রবার এর ফরম জমা নেওয়া হবে। আর আগামী শনিবার বিকেল পাঁচটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।