জামালপুর-ঢাকায় চলবে বিআরটিসির এসি বাস

জামালপুর-ঢাকা রুটে বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। ছবিটি আজ বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: প্রথম আলো
জামালপুর-ঢাকা রুটে বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। ছবিটি আজ বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: প্রথম আলো

জামালপুর-ঢাকায় বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জামালপুর-ময়মনসিংহ-ঢাকা সড়কে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়েছে। বাস দুটি জামালপুর জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে সকাল ৮টায় ও রাত ১২টায় ময়মনসিংহ হয়ে ঢাকায় যাবে এবং ঢাকা থেকে দুপুর ১২টা ও বিকেলে সাড়ে ৫টার দিকে জামালপুর উদ্দেশে ছেড়ে আসবে।

আজ সকালে জেলা প্রশাসক মো. এনামুল হক বাস সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক ও জনপদ বিভাগের উপসচিব জেসমিন নাহার, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, এর আগেও বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে ওই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। ব্যক্তিমালিকানাধীন বাস সার্ভিসের অবস্থা খুবই নাজুক। ভালো মানের কোনো বাস সার্ভিস নেই। এতে দীর্ঘদিন ধরে এই জেলার মানুষ সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। দুটি এসি বাসের কারণে এই দুর্ভোগ কিছুটা কমবে। তবে যাত্রীসেবার মান ধরে রাখতে হবে।