স্কুলেই লম্বা চুল কাটাল ছাত্ররা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার শিক্ষকদের পরামর্শে লম্বা চুল কেটে ফেলছে অর্ধশতাধিক ছাত্র। বিদ্যালয়ে ডেকে আনা নরসুন্দরের কাছে লাইনে দাঁড়িয়ে তারা চুল কাটিয়ে ছোট করে নিয়েছে।

প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন বলেন, ‘স্টাইল করে চুল রাখা ঠিক না। এতে ছাত্রদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এসব বিষয়ে শিক্ষকেরা শ্রেণিকক্ষে বোঝাতে সক্ষম হয়েছেন। কোনো ছাত্রকে জোর করা হয়নি। শিক্ষকদের কথায় অনুপ্রাণিত হয়ে তারা মাথার চুল স্বাভাবিক রাখায় আমরা খুব খুশি।’

তবে ছাত্রদের অভিযোগ, শিক্ষকদের নির্দেশে চুল ছোট করতে বাধ্য হয়েছে তারা।

রামগঞ্জ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল আহমেদ বলেন, ‘চুল কাটার মাধ্যমে ছাত্রদের চেহারার সৌন্দর্য ফুটে ওঠে। শিক্ষকেরা এ ব্যাপারে ছাত্রদের সচেতনতামূলক পরামর্শ দিয়েছেন। এতে ছাত্রদের বোধোদয় হয়েছে।’