দিয়াবাড়িতে শরতের কাশফুল

চারদিকে শরতের শুভ্র কাশফুল, আর লেকের ধারে শরীর-মন জুড়িয়ে দেওয়া বাতাস। কেউ বসে গল্প করছেন। কেউবা ফুলের সঙ্গে ছবি তুলছেন। পরিবার-পরিজন নিয়ে অনেকেই আসছেন এই কাশবনে। দুপুরের খরতাপ খানিকটা ম্লান হয়ে আসে বেলা গড়ালে। তখন লোকসমাগমে জমজমাট হয়ে ওঠে উত্তরার দিয়াবাড়ি এলাকা।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা তৃতীয় পর্যায়ের সম্প্রসারিত প্রকল্পের অংশ এই দিয়াবাড়ি। উত্তরা ১৫ নম্বর সেক্টরে এই প্রকল্প এখন ফাঁকাই পড়ে আছে। বালুমাটি ফেলে সমতল করা এই বিশাল মাঠের মতো খোলা জায়গাটি ভরে গেছে শরতের শুভ্র কাশফুলে ফুলে। কাশবনের ভেতর দিয়ে পথ। নগরের যান্ত্রিক পরিবেশ থেকে একটু প্রকৃতির সান্নিধ্যে আসা নগরবাসী হাঁটতে থাকেন এই পথ ধরে। লোকসমাগমের কারণে বেশ কিছু হালকা খাবারের দোকানপাটও গড়ে উঠেছে এখানে।

কাশফুলের দেখা মিলবে দিয়াবাড়িতে।
কাশফুলের দেখা মিলবে দিয়াবাড়িতে।
হাতে আছে মুঠোফোন, ছবি তুলে নিচ্ছেন টপাটপ।
হাতে আছে মুঠোফোন, ছবি তুলে নিচ্ছেন টপাটপ।
দেয়াল ঘেরা প্লটের মাঝেও ফুটেছে কাশফুল।
দেয়াল ঘেরা প্লটের মাঝেও ফুটেছে কাশফুল।
শিশু সন্তানদের নিয়ে কাশফুল দেখতে আসেন অনেক দম্পতি।
শিশু সন্তানদের নিয়ে কাশফুল দেখতে আসেন অনেক দম্পতি।
কাশফুল দেখতে এসে সেলফি তুলছেন এরা।
কাশফুল দেখতে এসে সেলফি তুলছেন এরা।
দিয়াবাড়িতে আছে লেক। লেকে নৌকা চালিয়ে সময় উপভোগ করেন কেউ কেউ।
দিয়াবাড়িতে আছে লেক। লেকে নৌকা চালিয়ে সময় উপভোগ করেন কেউ কেউ।
উত্তরা থেকে এসেছে এই দুই শিশু। কাশবন থেকে ফুল তুলে ফিরছে তারা।
উত্তরা থেকে এসেছে এই দুই শিশু। কাশবন থেকে ফুল তুলে ফিরছে তারা।
শুভ্র কাশবন। কাশবনকে সাক্ষী রেখে তোলা হচ্ছে ছবি।
শুভ্র কাশবন। কাশবনকে সাক্ষী রেখে তোলা হচ্ছে ছবি।
অবসরে বা ছুটির দিনে কাশফুল দেখতে পরিবার-পরিজন নিয়ে আসেন অনেকে।
অবসরে বা ছুটির দিনে কাশফুল দেখতে পরিবার-পরিজন নিয়ে আসেন অনেকে।