বরগুনায় বাসের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকচালক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনার আমতলী উপজেলায় ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। বরিশাল-আমতলী-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় আজ শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইজিবাইকচালকের নাম শহীদ সিকদার (৪৫)। তিনি আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে কলাপাড়া উপজেলা থেকে ইজিবাইক নিয়ে আমতলীতে ফিরছিলেন শহীদ। পথে আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর বান্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে চালক শহীদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোরঞ্জন প্রথম আলোকে বলেন, নিহত ইজিবাইকচালকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।