পরিত্যক্ত বাজারের ব্যাগে নবজাতক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনীর ফুলগাজী উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা বাজারের ব্যাগের ভেতর পাওয়া গেল নবজাতক কন্যাশিশু। স্থানীয় একটি স্বেচ্ছাসেবক সংগঠনের তত্ত্বাবধানে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।

স্থানীয় কয়েকজন জানান, গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর এলাকায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। ব্যাগ থেকে শিশুর কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। তাঁরা এগিয়ে গিয়ে ব্যাগের মধ্যে একটি নবজাতক কন্যাশিশু দেখতে পান। ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করে তাঁরা হাসপাতালে পাঠান।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আকরাম আলী সেলিম। তিনি বলেন, সড়কের পাশে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়।

ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আবু তাহের পাটোয়ারী জানান, শিশুটির চিকিৎসা চলছে। স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সহায় শিশুটির দেখভাল করছে।

সহায়ের সংগঠক দুলাল তালুকদার জানান, ইতিমধ্যে শিশুটিকে প্রতিপালনের জন্য নিতে কয়েকজন আগ্রহ প্রকাশ করেছেন।