বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ি মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে ঘরের গ্রিলের ওপর পড়লে গৃহকর্তা গিরিন্দ্র দাসের স্ত্রী সন্ধ্যা রানী দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে রিংকু দাসের স্ত্রী সেবা রানী দাস শাশুড়িকে রক্ষায় এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পরিবারের অন্য লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক বউ ও শাশুড়ি দুজনকেই মৃত ঘোষণা করেন।

মেঘারকান্দি গ্রামের বাসিন্দা বকুল দাস বলেন, ‘আমার কাকি ও তাঁর অন্তঃসত্ত্বা ছেলের বউ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁদের মৃত্যু হয়।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।