দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ৩

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বিদ্যুৎকেন্দ্রের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহত লোকজনের নাম–পরিচয় পাওয়া যায়নি। ট্রাকের আহত চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামপাল থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিন হাওলাদার প্রথম আলোকে বলেন, সড়কে ইটবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ট্রাকটির চাকা পাংচার হওয়ায় সড়কের ওপর দাঁড় করিয়ে তা মেরামত করছিলেন ট্রাকটির চালকের সহকারী (হেলপার)। এ সময় পেছন থেকে একটি ড্রামবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে ট্রাকের নিচে মেরামতের কাজ করা ওই ট্রাকের চালকের সহকারী ও ধাক্কা দেওয়া ট্রাকের চালকের দুই সহকারী নিহত হন। আহত অবস্থায় ড্রামবোঝাই ট্রাকের চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।