গজারিয়ার বাস উল্টে নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি বাস উল্টে যাওয়া ঘটনা ঘটেছে। এতে ওই বাসের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। আজ মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার চরবাউশিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুই ব্যক্তির মধ্যে একজন হলেন মো. হোসেন (৪৮)। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফাইচাপাড়া এলাকার প্রয়াত চাঁন মিয়ার ছেলে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহত পাঁচজনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. কবির হোসেন বলেন, দুপুরে ফাহিম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বেলা পৌনে দুইটার দিকে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরবাউশিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পথে চলে যায়। এ সময় ঢাকামুখী একটি মালবাহী কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দিলে সেটা উল্টে যায়। এ সময় আহত অবস্থায় সাতজনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।