নারীর অপমৃত্যুকে কেন্দ্র করে যুবক খুন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জাবেদ আলী (২৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ সময় নিহত জাবেদ আলীর বাবা জয়নাল আবেদীন আহত হন।

গত সোমবার রাত সাড়ে নয়টায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে। ওই রাতেই বাবা-ছেলেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় ছেলে জাবেদ আলীর মৃত্যু হয়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, উপজেলার ঘাটেশ্বরী গ্রামের সৌদি আরব প্রবাসী আবদুর রহিমের স্ত্রী আফরোজা আক্তার (৩০) সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সখীপুর থানা থেকে নিহত আফরোজার লাশ সোমবার রাত নয়টার দিকে ঘাটেশ্বরী গ্রামের বাড়ি পৌঁছায়। আফরোজার দেবর আবদুর রশিদের বিদ্যুৎ লাইন থেকে এ দুর্ঘটনা ঘটেছে দাবি করেন নিহত আফরোজার চাচাতো দেবর জাবেদ আলী। লাশ সামনে রেখেই দুই চাচাতো ভাই আবদুর রশিদ ও জাবেদ আলী তর্কে জড়িয়ে পড়েন।

এ সময় তাদের ঝগড়া মেটাতে জাবেদ আলীর বাবা জয়নাল আবেদীন এগিয়ে আসেন। উত্তেজিত হয়ে একপর্যায়ে আবদুর রশিদ ঘরে গিয়ে ছুরি এনে জাবেদ আলীর পেটে ঢুকিয়ে দেন। বাধা দিলে তাঁর বাবা জয়নাল আবেদীনকেও ছুরি দিয়ে আঘাত করে রশিদ পালিয়ে যায়। পরে আহত অবস্থায় দুজনকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় জাবেদ আলী মারা যান। জয়নাল আবেদীনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য (ওয়ার্ড নম্বর ১,২,৩) মুখলেছা আক্তার বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত জাবেদ আলীর লাশের ময়নাতদন্ত শেষ করে বুধবার রাতে সখীপুরের ঘাটেশ্বরী নিজ বাড়িতে আনা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আবদুর রশিদ ছুরি মেরে ঘটনার দিন রাতেই পালিয়ে গেছে। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়। একমাত্র আসামি আবদুর রশিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।