মাদক মামলায় এক ব্যক্তির ১৪ বছর কারাদণ্ড

ঝালকাঠিতে মাদক মামলায় এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম সাইফুর রহমান সরদার ওরফে কামাল সরদার (৩২)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার লাঠিমারা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় সাইফুর রহমান অন্য একটি মামলায় ঝালকাঠি কারাগারে ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মান্নান রসুল রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা-পুলিশের একটি দল ২০১৭ সালের ১১ জুন সাইফুরকে ২০০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে আমুয়া সরকারি খাদ্যগুদাম এলাকায় একটি ভাড়া বাসা থেকে ২ হাজার ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন কাঁঠালিয়া থানায় মামলা করেন। ওই বছরের ৭ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এই মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।