ছড়ার মরণদশা

>

সিলেট নগরের দক্ষিণে সুরমা নদী, উত্তর-পূর্বে চায়ের বাগান ও টিলা। টিলা থেকে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া বিভিন্ন ছড়া ও খাল নগরের বিভিন্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়ে সুরমা নদীতে গিয়ে মিশেছে। এই ছড়াগুলোর প্রাণ যায় যায় অবস্থা। ময়লা-আবর্জনায় ভরা ছড়ার পানি। ছড়ায় যেন মশার আস্তানা। নগরের কাজীরবাজার এলাকার মুগনীছড়া, চালিবন্দরের গোয়ালিছড়া, নবাব রোড এলাকার গাভিয়ারখাল থেকে ছবিগুলো তোলা।

কাজীরবাজার এলাকার মুগনীছড়ার বেহাল অবস্থা।
কাজীরবাজার এলাকার মুগনীছড়ার বেহাল অবস্থা।
চালিবন্দরের গোয়ালিছড়া আবর্জনায় ভরা।
চালিবন্দরের গোয়ালিছড়া আবর্জনায় ভরা।
গোয়ালিছড়া আবর্জনার ভাগাড়।
গোয়ালিছড়া আবর্জনার ভাগাড়।
নগরের নবাবরোড এলাকার গাভিয়ারখাল নামে পরিচিত ছড়াটি আবর্জনায় ভরা। তার পাশ দিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থী ও এলাকাবাসীকে।
নগরের নবাবরোড এলাকার গাভিয়ারখাল নামে পরিচিত ছড়াটি আবর্জনায় ভরা। তার পাশ দিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থী ও এলাকাবাসীকে।
ছড়ার পানি দূষিত হয়ে কালচে হয়ে গেছে।
ছড়ার পানি দূষিত হয়ে কালচে হয়ে গেছে।
এভাবে চলতে থাকলে মরেই যাবে ছড়াগুলো। নবাব রোডের গাভিয়ারখাল থেকে তোলা।
এভাবে চলতে থাকলে মরেই যাবে ছড়াগুলো। নবাব রোডের গাভিয়ারখাল থেকে তোলা।
ছড়া থেকে ছড়াচ্ছে মশা। গাভিয়ারখালের পানিতে মশারবিস্তার।
ছড়া থেকে ছড়াচ্ছে মশা। গাভিয়ারখালের পানিতে মশারবিস্তার।
পারের বাসিন্দারা মুগনী ছড়ায় ফেলে আবর্জনা।
পারের বাসিন্দারা মুগনী ছড়ায় ফেলে আবর্জনা।
ছড়ার দুই পারেই ময়লার ভাগাড়।
ছড়ার দুই পারেই ময়লার ভাগাড়।