জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ফটক দখল করে থাকা হিউম্যান হলার স্ট্যান্ডে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনের রাস্তা দখল করে থাকা স্ট্যান্ডটি সরিয়ে ফেলা হোক। ভাঙচুরের পর হিউম্যান হলার সরিয়ে জায়গাটি ফাঁকা করে ফেলা হলেও দুপুরেই আবার আগের মতো পার্কিং করে জটলা তৈরি হয়। এর আগে সকাল আটটার দিকে সায়েদাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর র‌্যাব-১০–এর হামলা ও মারধরের প্রতিবাদ ও র‌্যাব সদস্যদের ক্ষমা চাওয়ার দাবিতে রায়সাহেব বাজার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
সকাল ১০টার দিকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা
সকাল ১০টার দিকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা
দীর্ঘদিন ধরে জবি শিক্ষার্থীদের দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে স্ট্যান্ডটি সরিয়ে ফেলা হোক
দীর্ঘদিন ধরে জবি শিক্ষার্থীদের দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে স্ট্যান্ডটি সরিয়ে ফেলা হোক
গতকাল শনিবার জবি ভর্তি পরীক্ষা শুরুর সময় ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের
গতকাল শনিবার জবি ভর্তি পরীক্ষা শুরুর সময় ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের
শিক্ষার্থীদের অভিযোগ সড়ক দখল করে এ রকম অবৈধ স্ট্যান্ডই এ এলাকার যানজটের প্রধান কারণ
শিক্ষার্থীদের অভিযোগ সড়ক দখল করে এ রকম অবৈধ স্ট্যান্ডই এ এলাকার যানজটের প্রধান কারণ
স্ট্যান্ডের কারণে শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকটি ব্যবহারই করতে পারেন না
স্ট্যান্ডের কারণে শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকটি ব্যবহারই করতে পারেন না
একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন
একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন
পরে শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে ফিরে যান
পরে শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে ফিরে যান
বেশ কয়েকটি সংগঠনের শিক্ষার্থীরা আল্টিমেটাম দেন, আগামীকাল সোমবারের মধ্যে হিউম্যান হলার স্ট্যান্ডটি সরিয়ে ফেলতে হবে
বেশ কয়েকটি সংগঠনের শিক্ষার্থীরা আল্টিমেটাম দেন, আগামীকাল সোমবারের মধ্যে হিউম্যান হলার স্ট্যান্ডটি সরিয়ে ফেলতে হবে
এর আগে সকাল আটটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রায়সাহেব বাজার সড়ক অবরোধ করেন
এর আগে সকাল আটটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রায়সাহেব বাজার সড়ক অবরোধ করেন
তবে দুপুরেই আবার আগের মতো হিউম্যান হলার পার্কিং করে ওই স্থানে জটলা তৈরি হয়ে থাকে
তবে দুপুরেই আবার আগের মতো হিউম্যান হলার পার্কিং করে ওই স্থানে জটলা তৈরি হয়ে থাকে