ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রকৌশলীর মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একটি পাওয়ার স্টেশনে কাজ করার সময় তৌফিক (৩৬) নামের এক যন্ত্রপ্রকৌশলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

তৌফিকের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকায়।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পুরকৌশলী রাশেদুজ্জামান রাসেল বলেন, সকালে নিউ রমনা বৈদ্যুতিক উপকেন্দ্রে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তৌফিক। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টা ৩৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।