কারমাইকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থতা নিয়ে রুল

রংপুরের ঐতিহ্যবাহী সরকারি কারমাইকেল কলেজে ১৯৯০ সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

কলেজটির পাঁচ শিক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।

রুলের বিষয়টি জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী এ এইচ ইমাম হাসান।

গত ৩০ আগস্ট কলেজটির পাঁচ শিক্ষার্থী রিটটি করেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক ও এ এইচ ইমাম হাসান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

পরে এ এইচ ইমাম হাসান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, কারমাইকেল কলেজের অধ্যক্ষসহ পাঁচ বিবাদীকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, কারমাইকেল কলেজে বিভিন্ন কোর্সে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। ১৯৯০ সালে কলেজে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর আর নির্বাচন হয়নি। নির্বাচনের কোনো উদ্যোগও নেওয়া হয়নি।

ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রসংগঠনগুলো তেমন ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ রয়েছে।