বিদ্যুতের তারে জড়িয়ে অটোরিকশাচালকের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

পাবনার ঈশ্বরদী উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে রবিউল ইসলাম মল্লিক ওরফে বাবু মাস্টার (২৮) নামের অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া রবিউল ইসলামের বাড়ি ঈশ্বরদী উপজেলার সলিমপুরের ভাড়ইমারী গ্রামে।

রবিউলের পরিবারের  সদস্যরা জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে রবিউল ইসলাম তাঁর ঘরে অটোরিকশার ব্যাটারি চার্জ শেষে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে ছুটে গেলে তাঁর স্ত্রী ও সাত বছরের ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনেরা দ্রুত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করলে স্ত্রী ও শিশুপুত্র রক্ষা পেলেও রবিউলকে রক্ষা করা যায়নি।

সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মজিদ অটোরিকশার চালক রবিউল ইসলামের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রবিউল ইসলাম এলাকায় বাবু মাস্টার নামে পরিচিত। তিনি স্নাতকোত্তর পাস করার পর এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন। সম্প্রতি স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় একটি অটোরিকশা কিনে নিজেই চালাতেন।