টিন আত্মসাতের দায়ে সাবেক ইউপি সদস্যকে কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরে ত্রাণের টিন আত্মসাতের দায়ে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান আজ বুধবার দুপুরে এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া ওই ইউপি সদস্যের নাম মো. ফরহাদ মাতুব্বর (৪৫)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

ফরিদপুরের দুদকের আইনজীবী মো. মজিবর রহমান জানান, ইউপি সদস্য থাকাকালীন মো. ফরহাদ হোসেন দুই ব্যক্তির নামে ১৬টি ত্রাণের টিন উত্তোলন করেন। পরে ওই টিন দিয়ে নিজ বাড়িতে ঘর নির্মাণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার পুলিশ ফরহাদের বাড়িতে অভিযান চালায়। এরপর ওই ত্রাণের টিনগুলো জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০০৭ সালের ২৩ জুলাই শিবচর থানায় মামলা করে। মামলাটির তদন্তভার পড়ে দুদকের ওপর। ২০০৯ সালের ১২ জানুয়ারি ইউপি সদস্য ফরহাদকে অভিযুক্ত করে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।