শিয়াল ধরার ফাঁদে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে পড়ে আমিনা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শিশু আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমিনা চর ফরিদপুর পূর্বপাড়া গ্রামের আল-আমিনের মেয়ে। এ ঘটনায় বুদ্দিন নামের পাঁচ বছর বয়সী আরেক শিশু আহত হয়েছে। বুদ্দিন একই গ্রামের আবুল মজিদের ছেলে।

নলকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রামে আবদুস সাত্তার নামের এক ব্যক্তি তাঁর মুরগির খামারে শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। গতকাল বিকেলে শিশু আমিনা ও বুদ্দিন ওই খামারের পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা ওই ফাঁদের কাছে গেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই শিশু আমিনা মারা যায়। গুরুতর আহত অবস্থায় বুদ্দিনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।