পাহাড়ে আখ চাষের সম্ভাবনা বাড়ছে

>দিন দিন পাহাড়ে আখ চাষের সম্ভাবনা বাড়ছে। পাহাড়ের আখ যায় ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুন্সী রাশীদ আহমেদ প্রথম আলোকে বলেন, এটি লাভজনক ফসল। পাহাড়ে এই ফসলের বিপুল সম্ভাবনা আছে। প্রতি বছর বাড়ছে এর আবাদ। ছবিগুলো খাগড়াছড়ি শহরের কালাডেবা এলাকার আখ খেত থেকে তোলা।
পাহাড়ে বিস্তৃত আখের খেত।
পাহাড়ে বিস্তৃত আখের খেত।
অন্য ফসলের মাঠের পাশে আখের খেত।
অন্য ফসলের মাঠের পাশে আখের খেত।
চমৎকারভাবে বেড়ে উঠেছে আখ। খেতে পরিচর্যা করছেন চাষিরা।
চমৎকারভাবে বেড়ে উঠেছে আখ। খেতে পরিচর্যা করছেন চাষিরা।
আখ কাটতে ব্যস্ত শ্রমিকের দল।
আখ কাটতে ব্যস্ত শ্রমিকের দল।
দল বেঁধে আখ কাটছেন চাষিরা।
দল বেঁধে আখ কাটছেন চাষিরা।
আখ কাটার পর চলছে ভালো-খারাপ বাছাই।
আখ কাটার পর চলছে ভালো-খারাপ বাছাই।
আখের আঁটি বেঁধে বিক্রির উপযোগী করা হচ্ছে।
আখের আঁটি বেঁধে বিক্রির উপযোগী করা হচ্ছে।
বাঁধা আঁটি নিয়ে গাড়ির উদ্দেশে কৃষকের যাত্রা।
বাঁধা আঁটি নিয়ে গাড়ির উদ্দেশে কৃষকের যাত্রা।
গাড়িতে করে পাহাড়ের এসব আখ ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়।
গাড়িতে করে পাহাড়ের এসব আখ ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়।