সাভারে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর ও সকালে আমিনবাজার, বলিয়ারপুর, গেন্ডা ও কলমা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার পুলিশ জানায়, সকালে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় নিহত হন বাদল ভূঁইয়া নামের এক যুবক। তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পার্শ্ববর্তী স্থাপনার দেয়ালের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এর আগে ভোর ৪ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা একজনকে মৃত ঘোষণা করেন। তাঁর নাম শাহিন আলম। তিনি ওই অটোরিকশার যাত্রী ছিলেন।

অপরদিকে ভোরে একই সড়কের আমিনবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান নামে এক ব্যক্তি নিহত হন। এ ছাড়া বলিয়ারপুর বন্ধন সিএনজি স্টেশন এলাকায় রাস্তা পার হওয়ার সময় জীবন ইসলাম নামে আরও এক ব্যক্তি মারা যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।