বালু তোলায় ব্যস্ত শ্রমিক

>সিলেট অঞ্চলের বিভিন্ন নদ-নদী থেকে প্রায় সারা বছরই বালু উত্তোলন করা হয়। বাসাবাড়ি তৈরিতে বালুর চাহিদা থাকে সব সময়। এসব বালু উত্তোলন করা হয় নদনদী থেকে। নদীপথে নৌকায় করে আনা বালু বিক্রির জন্য স্তূপ করে রাখা হয় ঘাটে। বালু উত্তোলন শেষে নৌকায় করে এনে স্তূপ করে রাখার কাজে প্রায় সারা দিনই ব্যস্ত থাকেন শ্রমিকেরা। তাঁরা সবাই ‘বালু শ্রমিক’ নামেই পরিচিত। নৌকা থেকে টুকরি ভর্তি বালু মাথায় করে নামানো হয়। কেউ আবার বেলচা হাতে বালুর স্তূপে কাজে মগ্ন থাকেন সন্ধ্যা পর্যন্ত। দিন শেষে শ্রমিকেরা মজুরি পান ৩৫০ টাকা। সিলেটের বাদাঘাটের চেঙ্গেরখাল নদ থেকে তোলা ছবি।
বালু উত্তোলন করা হয় নদনদী থেকে।
বালু উত্তোলন করা হয় নদনদী থেকে।
টুকরিতে করে বালু তোলেন শ্রমিকেরা।
টুকরিতে করে বালু তোলেন শ্রমিকেরা।
বাসাবাড়ি তৈরিতে বালুর চাহিদা থাকে সব সময়।
বাসাবাড়ি তৈরিতে বালুর চাহিদা থাকে সব সময়।
জড়ো করে রাখা হচ্ছে বালু।
জড়ো করে রাখা হচ্ছে বালু।
নৌকায় করে আনা বালু বিক্রির জন্য স্তূপ করে রাখা হয় ঘাটে।
নৌকায় করে আনা বালু বিক্রির জন্য স্তূপ করে রাখা হয় ঘাটে।
নৌকায় করে এনে বালু স্তূপ করে রাখার কাজে ব্যস্ত থাকেন শ্রমিকেরা।
নৌকায় করে এনে বালু স্তূপ করে রাখার কাজে ব্যস্ত থাকেন শ্রমিকেরা।
দিনভর চলে এই কাজ।
দিনভর চলে এই কাজ।
বিভিন্ন স্থানে নেওয়ার জন্য ট্রাকে বালু তোলা হচ্ছে।
বিভিন্ন স্থানে নেওয়ার জন্য ট্রাকে বালু তোলা হচ্ছে।