কানে ফোন নিয়ে রাস্তা পার, ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মারা গেছেন এক পরিবহনশ্রমিক। উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে আজ শনিবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সেলিম হোসেন (৪২)। তিনি শ্যামলী পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।

বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস বনপাড়া বাইপাস মোড়ে এসে থামে। সুপারভাইজার সেলিম বাস থেকে নেমে মুঠোফোনে কথা বলতে বলতে ওই পরিবহনের নিজস্ব টিকিট কাউন্টারে যাচ্ছিলেন। এ সময় কাঁচামালভর্তি একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানায় মামলা হয়েছে।