লঞ্চ থেকে পড়ে পদ্মাসেতুর নির্মাণশ্রমিকের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে লঞ্চ থেকে পড়ে পদ্মাসেতুর এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল ও নৌ-পুলিশের সদস্যরা।

ওই ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪০)। তিনি পদ্মাসেতুতে নির্মাণশ্রমিকের কাজ করতেন। সময় পেলে মাওয়া ঘাটে হকারিও করতেন তিনি। দেলোয়ার উপজেলার মাহমুদপট্টি এলাকার বাসিন্দা।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেলোয়ার আজ সকালে মাওয়া লঞ্চঘাটে ঘুরতে যান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি দুই নম্বর পন্টুনের এক লঞ্চ থেকে আরেক লঞ্চে যাচ্ছিলেন। এ সময় পা পিছলে দুই লঞ্চের ফাঁকা দিয়ে নদীতে পড়ে যান।

খবর পেয়ে নৌপুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরা ও স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। ঘণ্টাখানেক খোঁজার পর দুপুর সাড়ে ১২টায় দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।