মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘সাজ্জাদ ভাই’ গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার মোহাম্মদপুরের বছিলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন বয়সে কিশোর। অন্য তিনজন প্রাপ্তবয়স্ক। তাঁরা হলেন তাজুল ইসলাম, আমিন ও সাইদ আফ্রিদি।


র‌্যাব-২–এর পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী প্রথম আলোকে বলেন, এক স্কুলছাত্রীর বছিলার বাসায় টিউশনি করছেন এক শিক্ষক। কিছুদিন ধরে ‘সাজ্জাদ ভাই’ কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে টিউশনি ছেড়ে চলে যেতে বলেন। ওই শিক্ষক কিশোর গ্যাংয়ের সদস্যদের কথা না শুনে বিষয়টি র‍্যাবকে জানান। পরে বুধবার রাতে বছিলায় কিশোর গ্যাংয়ের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে শিক্ষকের ওপর হামলা চালায়। এ সময় ওত পেতে থাকা র‍্যাবের সদস্যরা কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘সাজ্জাদ ভাই’ গ্যাংয়ের প্রধান সাজ্জাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।