কারওয়ান বাজারে উচ্ছেদ, ভাঙা পড়ল আ.লীগ-শ্রমিক লীগের কার্যালয়

কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযানে ভাঙা পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয়সহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। ছবি: প্রথম আলো
কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযানে ভাঙা পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয়সহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। ছবি: প্রথম আলো

রাজধানীর কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে ভাঙা পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয়সহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা।

আজ বৃহস্পতিবার সকালে অস্থায়ী দোকানসহ অন্যান্য বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ শুরু হয়। অভিযান চালিয়েছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। এ সময় পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি। ছবি: প্রথম আলো
কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি। ছবি: প্রথম আলো

উত্তরের মেয়র আতিকুল ইসলাম উচ্ছেদ অভিযান পর্যবেক্ষণ করেন।

অভিযানে ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়। ফুটপাতে থাকা আওয়ামী লীগ ও শ্রমিক লীগের ওয়ার্ড কার্যালয় উচ্ছেদ করা হয়।

গত মঙ্গলবারও সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। আজ আবারও অভিযান পরিচালনা করা হয়।