ক্যাসিনো গুঁড়িয়ে দেব: র্যাবের ডিজি

ফাইল ছবি
ফাইল ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ক্যাসিনো বন্ধ করার যে অভিযান শুরু হয়েছে, তা চলতে থাকবে। সব ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর হোটেল নরডিকে জঙ্গিবিরোধী অভিযানে সক্ষমতাসংবলিত র‍্যাবের বিশেষ মহড়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বেনজীর আহমেদ।

ক্যাসিনো নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে মন্তব্য করে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘কেউ বলছেন ঢাকায় ৬০টি ক্যাসিনো রয়েছে, কেউ বলছেন ১৫০টি, আবার কেউ বলছেন ৬০০টি ক্যাসিনো রয়েছে। তালিকাটা কোথায়, ভাইয়া? আই হ্যাভ ক্লিয়ার স্টেটমেন্ট (আমার কথা পরিষ্কার) আমরা ক্যাসিনো বন্ধ করার অভিযানে নেমেছি। ক্যাসিনোকে আমরা ডিসমেন্টল (গুঁড়িয়ে) করে দেব। ক্লিয়ার?’

বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের টার্গেট ছিল ক্যাসিনো থাকবে না। আমরা সব ক্যাসিনো গুঁড়িয়ে দিয়েছি। এখন এটা করতে গিয়ে হয়তো আরও অন্যান্য ইস্যু বেরিয়ে আসছে। আমি দয়া করে অনুরোধ করব, কোনো ধরনের গুজব ছড়াবেন না। আতঙ্ক ছড়াবেন না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা ভালো করতে গিয়ে দেশ পিছিয়ে যাক, সেটা আমরা চাই না।’

ক্যাসিনো নিয়ে এখন যে শুদ্ধি অভিযান চলছে, সেটি আগের অভিযানের মতো মুখ থুবড়ে পড়বে কি না—এর জবাবে র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘মুখ থুবড়ে পড়ার কিছু নেই। বিষয়গুলোকে নির্মোহভাবে দেখতে হবে। আমাদের টার্গেট ছিল ক্যাসিনো থাকবে না। অল ক্যাসিনোজ আর নাউ ক্লোজড (সব ক্যাসিনো এখন বন্ধ)। উই হ্যাভ ডিসমেন্টলড অল দ্য ক্যাসিনোজ (আমরা সব ক্যাসিনো গুঁড়িয়ে দিয়েছি)। আপনারা বলেন কোথায় ক্যাসিনো চলছে? অল উই হ্যাভ ডিসমেন্টলড। কিন্তু এ রকম কথাবার্তা, ৬০, ১৫০, ৬০০, হাজার, ঘরে ঘরে—এগুলো ভালো জিনিস না। এসব অনুমাননির্ভর, গুজবনির্ভর, গসিপনির্ভর কথাবার্তা ভালো না।’