যশোরে বাসচাপায় পল্লী বিদ্যুৎ কর্মচারী নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত পল্লী বিদ্যুৎ কর্মচারী আলমগীর রহমান (৩৫) মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলমগীর রহমান যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামের বাসিন্দা। তিনি পল্লী বিদ্যুতের ঝিনাইদহের কালীগঞ্জ অফিসের মিটার টেস্টার পদে কর্মরত ছিলেন।

আলমগীর রহমানের ছোট ভাই নিয়াজ মোর্শেদ বলেন, তাঁর ভাই আলমগীর রহমান গত মঙ্গলবার অফিস শেষে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে যশোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে যশোর শহরের বাসায় ফিরছিলেন। সন্ধ্যার একটু আগে তিনি যশোর সদর উপজেলার সানতলা এলাকায় পৌঁছান। এ সময় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এরপর যশোর থেকে চৌগাছাগামী একটি বাস তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে তিনি সেখানেই মারা যান।