ধর্ষণের অভিযোগে দুই আবাসন ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীতে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই আবাসন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা-পুলিশ। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে 

গ্রেপ্তার দুজন হলেন, আর্থ হোল্ডিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের পরিচালক শাকিল কামাল চৌধুরী এবং ইনটেক্স প্রোপার্টিজের চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক প্রকৌশলী মহিউদ্দিন শিকদার। তাঁদের আজ সোমবার আদালতে পাঠানো হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুদল লতিফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় ওই নারী ধর্ষণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ধর্ষণের শিকার নারীকে গতকাল রাত সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। আজ সোমবার তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওসিসির চিকিৎসক বিলকিস বেগম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আগামীকাল তাঁর ডিএনএ পরীক্ষা করানো হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেন।