বিমানবন্দর থেকে সেলিম প্রধান আটক

টেন্ডারবাজি ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত সেলিম প্রধানকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সোমবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।

আটক সেলিম প্রধান চার দলীয় জোট সরকারের আমলের অনেকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়।

বিমানবন্দর সূত্র বলছে, বেলা দেড়টার দিকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে সেলিম প্রধানের ব্যাংকক যাওয়ার কথা ছিল। টিজি ৩২২ নম্বর ফ্লাইট থেকে তাঁকে নামানো হয়। বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে র‍্যাব তাঁকে ধরে নিয়ে গেছে। তবে এ বিষয়ে র‍্যাব বা ইমিগ্রেশন পুলিশ কিছু বলছে না।