ইলিশ শিকার নিয়ে বিবাদে এক জেলে নিহত

ইলিশ শিকার নিয়ে দুই জেলের মধ্যে বিবাদ হয়। এরপর একজন অন্যজনকে বইঠা দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আঘাতপ্রাপ্ত জেলে মারা যান। অভিযোগ আকারে ঘটনার এমন বর্ণনা দিয়েছেন বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দারা।

বেতাগী উপজেলায় ঝোপখালী গ্রামের বিষখালী নদীতে আজ সোমবার এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৩৫)। তিনি ঝোপখালী এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, বিষখালী নদীতে জাল ফেলে ইলিশ শিকার নিয়ে বাবুলের সঙ্গে রিপন নামের অপর এক জেলের বিরোধ হয়। এ নিয়ে রিপন ও বাবুলের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন বইঠা দিয়ে বাবুলের মাথায় আঘাত করেন। এতে বাবুল নদীতে পড়ে যান। সেখানে উপস্থিত অন্য জেলেরা বাবুলকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হলেও অভিযুক্ত রিপন পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।