মাদারিস আহমেদ তরফদারের নবম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

সমাজসেবক মাদারিস আহমেদ তরফদারের নবম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারের কমলগঞ্জে মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
সমাজসেবক মাদারিস আহমেদ তরফদারের নবম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারের কমলগঞ্জে মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামের সমাজসেবক মাদারিস আহমেদ তরফদারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

মেডিকেল ক্যাম্পে হাজারো দরিদ্র রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এ সময় রোগীদের বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়। এ ছাড়া ঠোঁটকাটা, তালুকাটা, পোড়া রোগীসহ জটিল রোগীদের পরবর্তী সময়ে সিলেটের স্বনামধন্য হাসপাতালে বিনা মূল্যে অপারেশনসহ উন্নত সেবাদানের জন্য নাম তালিকাভুক্ত করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসাসেবায় সার্বিক সহযোগিতা করেন রোটারি ক্লাব অব জালালাবাদ। মেডিসিন, হৃদ্‌রোগ, শিশুরোগ, গাইনি, সার্জারি, চক্ষু ও সুন্নতে খতনায় ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও তাঁদের সহকারীরা চিকিৎসাসেবা দেন।

মাদারিস তরফদার সিলেট ও সুনামগঞ্জ জেলা শাখা শ্রমিক লীগের সাবেক সভাপতি ছিলেন।

সমাজসেবক মাদারিস আহমেদ তরফদারের নবম মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনা মূল্য চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
সমাজসেবক মাদারিস আহমেদ তরফদারের নবম মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনা মূল্য চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

মাদারিস তরফদারের গ্রামের বাড়িতে গত শনিবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। মাদারিস তরফদারের বড় ভাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মোক্তাদির তরফদারের সভাপতিত্বে হামিদুল হক চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক, শ্রীমঙ্গলের ইউএনও নজরুল ইসলাম, মুন্সিবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুনেল আহমদ তরফদার, জেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিক আলী ও মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফিকুর রহমান। এ ছাড়া ক্যাম্পে উপস্থিত ছিলেন অধ্যাপক রুমেল আহমেদ তরফদার।

মাদারিস আহমেদ তরফদারের ছেলে ও সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তরফদারের সমন্বয়ে চিকিৎসাসেবা কার্যক্রমে মাদারিস আহমেদ তরফদারের স্ত্রী রোকেয়া বেগম, মেয়ে শিপা আক্তার, নাজমুন আক্তার, ফারহানা আক্তার, বড় ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম, ভাইয়ের ছেলে আছনাজ আহমেদ তরফদার, নিশানে আঞ্জুম লিবা, লিজা বেগম, নিয়ামুল তামান্না, এমদাদুল হক, শহীদ আহমদ, ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাদেক আহমদ, শামুদ মিয়া, মিজানুর রহমান তরফদার, রুমেল আহমেদ তরফদার, শাহ ফয়জুর রহমান, মো. আবুল হাসান চৌধুরী, লুতফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তানভীর আহমেদ তরফদার বলেন, এলাকার গরিব ও হতদরিদ্র মানুষের কল্যাণে প্রতিবছরই বাবার মৃত্যুবার্ষিকীতে সবার সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পসহ মানবকল্যাণমূলক নানা কাজ অব্যাহত রাখতে চাই। তিনি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতার জন্য এলাকাবাসী, রোটারি ক্লাব অব জালালাবাদ, বিভিন্ন ওষুধ কোম্পানি, প্রবাসী পরিবারবর্গ, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসক, স্বেচ্ছাসেবক, অতিথিবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।