জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জয়পুরহাট সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলার গৌরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নজরুল গৌরীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। আহত দুজন নজরুলের ছোট ভাই বাবুল হোসেন ও ছেলে রাকিব হোসেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

গ্রামবাসী জানান, নজরুল ইসলাম তাঁর বাড়িতে ব্যাটারিচালিত ভ্যানের ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন। ব্যাটারি প্রচণ্ড গরম হওয়ায় তিনি ব্যাটারিতে হাত দিয়ে চিৎকার করে ওঠেন। তখন পাশের ঘরে থাকা তাঁর ছেলে রাকিব হোসেন এসে বাবার শরীরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যান। এরপর বাবুল হোসেন তাঁর ভাই নজরুল ইসলামকে উদ্ধার করতে এসে আহত হন। প্রতিবেশীরা দ্রুত এসে বাড়ির মেইন সুইচ বন্ধ করে তাঁদের তিনজনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকেরা নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শর্মিষ্ঠা নন্দী বলেন, নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নজরুলের ভাই ও ছেলে হাসপাতালে ভর্তি আছেন।