কিডনি ক্রয়-বিক্রয় চক্রের সদস্য কারাগারে

গাইবান্ধা
গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে কিডনি ক্রয়-বিক্রয় চক্রের এক সদস্যকে আটক করেছে। আটক ওই ব্যক্তিকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো ওই ব্যক্তির নাম আবদুর রহিম উদ্দিন। তাঁর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের তেলিহার গ্রামে।

পুলিশ জানায়, জয়পুরহাটের কালাই উপজেলাসংলগ্ন গোবিন্দগঞ্জের রাজাহার ও শাখাহার ইউনিয়ন। দীর্ঘদিন থেকে এই দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি দালাল চক্র মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল নিরীহ মানুষের কাছ থেকে কিডনি বেচাকেনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে আবদুর রহিমকে আটক করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান বলেন, রহিমের বিরুদ্ধে নিরীহ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রয়ে উৎসাহিত করার অভিযোগ রয়েছে। রহিম লোক জোগাড় করে দেশে ও দেশের বাইরে নিয়ে গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের কিডনি অপসারণকাজে সহায়তা করতেন। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।