পূজার সাজে রাজধানী

>ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে রাজধানী সেজেছে অপরূপ সাজে। বাহারি সাজে ও বাদ্যে সরগরম পূজামণ্ডপগুলো। সন্ধ্যায় এসব মণ্ডপে আলোকসজ্জা চোখ ধাঁধিয়ে দিচ্ছে নগরবাসীর।
কৃষিবিদ ইনস্টিটিউশন পূজামণ্ডপে দেবী দুর্গা
কৃষিবিদ ইনস্টিটিউশন পূজামণ্ডপে দেবী দুর্গা
খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন পূজামণ্ডপটি সাজানো হয়েছে ভারতের ইলোরা গুহার আদলে
খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন পূজামণ্ডপটি সাজানো হয়েছে ভারতের ইলোরা গুহার আদলে
নারী নির্যাতনের প্রতীকী প্রতিবাদ করা হয়েছে
নারী নির্যাতনের প্রতীকী প্রতিবাদ করা হয়েছে
রামকৃষ্ণ মিশন ও মঠের মণ্ডপে পূজারিরা
রামকৃষ্ণ মিশন ও মঠের মণ্ডপে পূজারিরা
পুরান ঢাকার পাতলাখান লেনের মণ্ডপ
পুরান ঢাকার পাতলাখান লেনের মণ্ডপ
শাঁখারী বাজারের সংঘমিত্র পূজা কমিটির মণ্ডপ
শাঁখারী বাজারের সংঘমিত্র পূজা কমিটির মণ্ডপ
কলাবাগান পূজামণ্ডপের প্রতিমা
কলাবাগান পূজামণ্ডপের প্রতিমা
পরিবার-পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরতে বের হয়েছেন অনেকেই
পরিবার-পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরতে বের হয়েছেন অনেকেই
সন্ধ্যা নামতেই আলোকোজ্জ্বল কলাবাগান পূজামণ্ডপ
সন্ধ্যা নামতেই আলোকোজ্জ্বল কলাবাগান পূজামণ্ডপ
বর্ণিল সজ্জায় কলাবাগান পূজামণ্ডপ, বন্ধুরা মিলে ছবি তোলা
বর্ণিল সজ্জায় কলাবাগান পূজামণ্ডপ, বন্ধুরা মিলে ছবি তোলা