'জানি বিচার চেয়ে লাভ নেই তবুও আবরার হত্যার বিচার চাই'

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে হল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ সোমবার সকালে দুজনকে আটক করেছে পুলিশ।

দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য চকবাজার থানায় নিয়ে আসা হয়েছে। একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, হেফাজতে নেওয়া দুজন হলেন বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন৷ তাঁরা দুজনই বুয়েটের শিক্ষার্থী। শের-ই-বাংলা হলে থাকেন।

আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে বিচার দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ছবি তুলেছেন সাইফুল ইসলাম, কামরুল হাসান ও মোশতাক আহমেদ

আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ।
আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ।
সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।
সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।
বন্ধু ও সহপাঠীর হত্যার বিচার দাবিতে সোচ্চার তারা।
বন্ধু ও সহপাঠীর হত্যার বিচার দাবিতে সোচ্চার তারা।
‘জানি বিচার চেয়ে লাভ নেই তবুও আবরার হত্যার বিচার চাই’।
‘জানি বিচার চেয়ে লাভ নেই তবুও আবরার হত্যার বিচার চাই’।
আবরার হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড।
আবরার হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড।
বৃষ্টিতে ভিজে বিক্ষোভ।
বৃষ্টিতে ভিজে বিক্ষোভ।
বুয়েটের প্রধান ফটক বন্ধ।
বুয়েটের প্রধান ফটক বন্ধ।
বুয়েটের প্রধান ফটকে কড়া নিরাপত্তা।
বুয়েটের প্রধান ফটকে কড়া নিরাপত্তা।
এখানেই ফেলে রাখা হয়েছিল আবরার ফাহাদের লাশ।
এখানেই ফেলে রাখা হয়েছিল আবরার ফাহাদের লাশ।