জব্দ করা ইলিশ এতিমখানায়

বাজার থেকে ১৩ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় দেওয়া হয়। ছবি: আব্বাস হোসাইন
বাজার থেকে ১৩ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় দেওয়া হয়। ছবি: আব্বাস হোসাইন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাজারে অবৈধভাবে বিক্রি করার সময় অভিযান চালিয়ে ইলিশ জব্দ করা হয়েছে। তবে অভিযানের আগেই খবর পেয়ে বিক্রেতা ইলিশ ফেলে পালিয়ে যান। আজ বুধবার সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান মাছের বাজারে এ ঘটনা ঘটে।

বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এ সময় মাছের খাঁচায় রাখায় ১৩ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে এসব মাছ স্থানীয় চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদ্রাসার এতিমখানায় বিতরণ করেন ইউএনও।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, জব্দ করা মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে। আজ থেকে আগামী ২২ দিন প্রজনন মৌসুমে ইলিশ বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ সময় বাজারে নিয়মিত অভিযান চলবে।