খুলনা মেডিকেলে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূ মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

মারা যাওয়া গৃহবধূর নাম মাছুরা বেগম (২৫)। তিনি যশোর জেলার অভয়নগর উপজেলার বাসিন্দা হাবিবুল্লার স্ত্রী।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) শৈলেন্দ্রনাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, মাছুরাকে গত মঙ্গলবার এখানে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। মাছুরার প্লাটিলেটের পরিমাণ কম ছিল। তিনি ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছেন।

খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্যে দেখা গেছে, এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন নারী, দুটি শিশু, একজন স্কুল পড়ুয়া ছাত্র এবং অন্য পাঁচজন পুরুষ।

এসব ব্যক্তিদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বেসরকারি সিটি মেডিকেল কলেজে একজন মারা গেছেন। এদের মধ্যে ১৬ জন খুলনায় বাইরের জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন।