ঘুড়ি উড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

রাজধানীর দারুস সালাম থানার হরিরামপুরে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মোরসালিন আহমেদ মাহিন (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মাহিন স্থানীয় দারুস সালাম স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দারুস সালাম থানার হরিরামপুর বড় বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকত মাহিন। তার বাবার নাম মো. দেলোয়ার হোসেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট।

মাহিনের মা আয়েশা আক্তার বলেন, এলাকার ছেলেদের সঙ্গে দুই তলার ছাদে ঘুড়ি উড়াতে যায় মাহিন। সেখানে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে দুইটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।