প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ আজ রোববার দুপুরে এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন গাজীপুরের শ্রীপুর এলাকার ফারুক (৩৩) ও রাজেন্দ্রপুর পূর্বের টেক এলাকার বাদশা মিয়া (৩২)।

গাজীপুর আদালতের পিপি এ বি এম আফফান বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মীর রকিবুল হক বলেন, রায় ঘোষণার পর সাজা পাওয়া আসামিদের গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ওই দুই আসামিসহ আরও অজ্ঞাত দুজন মিলে এক বাক্‌প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণ করেন। এ সময় স্থানীয় লোকজন ফারুক ও বাদশা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অজ্ঞাত ব্যক্তিদের পুলিশ শনাক্ত করতে পারেনি।