প্রবারণা পূর্ণিমা

>

বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের অন্যতম উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ছিল রোববার। এ উপলক্ষে পাহাড়ের প্রতিটি বৌদ্ধবিহারে উৎসব পালন করা হয়। চলে প্রার্থনাসহ নানা আয়োজন। সন্ধ্যায় একসঙ্গে ওড়ানো অনেক ফানুসে উদ্ভাসিত হয় আকাশ।

স্থানীয় শিল্পীদের ধর্মীয় সংগীত দিয়ে উৎসব শুরু
স্থানীয় শিল্পীদের ধর্মীয় সংগীত দিয়ে উৎসব শুরু
পঞ্চশীল প্রার্থনা করছেন হাজারো ভক্ত
পঞ্চশীল প্রার্থনা করছেন হাজারো ভক্ত
শুভ (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে শোভাযাত্রা
শুভ (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে শোভাযাত্রা
শোভাযাত্রায় বড় কাঁসা বাজিয়ে মাতিয়ে রাখেন ভক্তরা
শোভাযাত্রায় বড় কাঁসা বাজিয়ে মাতিয়ে রাখেন ভক্তরা
বৌদ্ধবিহার থেকে বের করা হয় নানান শোভাযাত্রা
বৌদ্ধবিহার থেকে বের করা হয় নানান শোভাযাত্রা
শোভাযাত্রায় ঢোল বাজিয়ে মাতিয়ে রাখেন ভক্তরা
শোভাযাত্রায় ঢোল বাজিয়ে মাতিয়ে রাখেন ভক্তরা
জলপ্রদীপ মোমবাতি জ্বালিয়ে চেঙ্গী নদীতে ভাসানো
জলপ্রদীপ মোমবাতি জ্বালিয়ে চেঙ্গী নদীতে ভাসানো
চেঙ্গী নদীতে জলপ্রদীপ ভাসিয়ে দিচ্ছেন ভক্তরা
চেঙ্গী নদীতে জলপ্রদীপ ভাসিয়ে দিচ্ছেন ভক্তরা
সন্ধ্যায় বিভিন্ন রকমের ফানুস ওড়ানো হয়
সন্ধ্যায় বিভিন্ন রকমের ফানুস ওড়ানো হয়