তিন বছর পেরিয়ে বিজ্ঞানচিন্তা

১৫ অক্টোবর তিন বছর পূর্ণ করছে মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের পঞ্চম তলায় প্রথম আলোর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান দেশবরেণ্য শিক্ষক ও গবেষকেরা উপস্থিত হয়ে বিজ্ঞানচিন্তাকে শুভেচ্ছা জানাবেন। পাঠক-লেখকেরা বিজ্ঞানচিন্তা নিয়ে তাঁদের ভাবনা ও ভালো লাগা-মন্দ লাগার কথা জানাবেন। এ সময় উপস্থিত থাকবেন বিজ্ঞানচিন্তার উপদেষ্টা ও সম্পাদকমণ্ডলীর সদস্যরাও।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী অটামনাল মুন ও বন্ধুসভার সদস্যরা। এ ছাড়া ম্যাজিক দেখাবেন ম্যাজিশিয়ান স্বপন দিনার। থাকবে বিশেষ কুইজ প্রতিযোগিতা। কুইজ বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার। উপস্থিত সবাইকে নিয়ে লটারির আয়োজন থাকবে। লটারি বিজয়ী একজন পাবেন চমকপ্রদ পুরস্কার। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।

প্রসঙ্গত, আব্দুল কাইয়ুমের সম্পাদনায় ২০১৬ সালের অক্টোবরে আত্মপ্রকাশ করে মাসিক বিজ্ঞানচিন্তা। এ পর্যন্ত ৩৬টি সংখ্যা প্রকাশিত হয়েছে ম্যাগাজিনটির।