পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা প্রকৌশলীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে এক প্রকৌশলী মারা গেছেন। সোমবার রাত সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

ওই প্রকৌশলীর নাম ওয়াং বিন (৫৩)। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্রে জানা গেছে, ওয়াং বিনের বাড়ি চীনের জিয়াংসু প্রদেশের সানজি এলাকায়।

চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ওয়াং বিনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানির (বিসিপিসিএল) কর্মকর্তা মো. শহীদ উল্যাহ ভূঁইয়া বলেন, ওয়াং বিন দিনভর কাজ করেছেন। এরপর চীনা শ্রমিকদের থাকার ছাউনিতে ফিরে যান। সন্ধ্যা সাতটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জে এইচ খান লেলিন বলেন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান প্রথম আলোকে বলেন, এটা স্বাভাবিক মৃত্যু বলা যায়। যার কারণে বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানির কাছে তাঁর মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে তাঁর মৃতদেহ নিয়ে ঢাকায় রওনা হয়েছে কর্তৃপক্ষ।