জামায়াতের নতুন আমির কে হচ্ছেন

জামায়াতে ইসলামীর আমির নির্বাচনে তিন সদস্যের প্যানেল চূড়ান্ত হয়েছে। তাঁরা হলেন শফিকুর রহমান, মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ার।

শফিকুর রহমান বর্তমানে জামায়াতের সেক্রেটারি জেনারেল, আর মুজিবুর রহমান ও গোলাম পরওয়ার নায়েবে আমির পদে আছেন।

জামায়াতের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, গত দুই সপ্তায় সারা দেশে দলের কেন্দ্রীয় মজলিশে শুরার প্রায় আড়াই শ সদস্য গোপন ভোটে আমির প্যানেল নির্বাচন করেন।

প্রাপ্ত ভোটের ভিত্তিতে প্যানেলের ক্রমিক ঠিক করা হয়। বর্তমান আমির মকবুল আহমাদ প্যানেলে নেই।

সূত্রগুলো জানায়, মজলিশে শুরার সদস্যরা তাঁদের দৃষ্টিতে আমির হওয়ার যোগ্য—এমন নেতাকে ভোট দেন।

পরে সব ভোট যোগ করে সর্বোচ্চ ভোট পাওয়া তিনজনের নাম ঘোষণা করা হয়।

এই প্রক্রিয়া শেষে সারা দেশে জামায়াতের শপথধারী সদস্যদের (রুকন) ভোট নেওয়া হবে।

তবে কেউ চাইলে প্যানেলের তিনজনের বাইরেও যে–কাউকে ভোট দিতে পারেন।

আজ ১৭ অক্টোবর থেকে ভোট গ্রহণ শুরু হবে, শেষ হবে আগামী ১০ নভেম্বর।