বগুড়ায় দুর্ঘটনায় নছিমনের চালক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় নছিমনের চালক রুবেল (৩৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার ধুনট রোড বাসস্ট্যান্ডের পাশে হামছায়াপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেলের বাড়ি বগুড়ার শাজাহানপুর থানার গোহাইল গ্রামে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের কিছু দূরে চালক, তাঁর সহকারী ও সুপারভাইজার মহাসড়কের ওপর বাসটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নছিমনটি শেরপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। এতে ছিল চারাগাছে ব্যবহারের জন্য মাটির খুঁটি। এ সময় পেছন থেকে বগুড়াগামী একটি বাস নছিমনটিকে ধাক্কা দেয়। এতে চালক রুবেল নছিমন থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া হাইওয়ের কুন্দারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ দুপুরে নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।